রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এনিয়ে গত দু’দিনে হতাহত ৮। রবিবার সন্ধ্যা ছটা দশে দুর্ঘটনাটি ঘটে কুকুরজান অঞ্চলের ধনতলা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কনক রায়। তাঁর বয়স আনুমানিক ৪০-এর কাছাকাছি। তাঁর বাড়ি কুকুরজান অঞ্চলের ভক্তিপাড়া এলাকায়।
রবিবার কুকুরজান অঞ্চলের ধনতলা এলাকায় বাইক এবং একটি টাটা এসি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে টাটা এসি গাড়িটি রাস্তার ওপর উলটে যায়। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর টাটা এসি গাড়িটির চালক এবং সহকারি চালক উধাও হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারিয়াম থেকে নিজের বাড়ি ফিরছিলেন কনক রায়। সেসময় তিনি বাইকে একাই ছিলেন। অন্যদিকে চাউলহাটির দিক থেকে সারিয়ামের দিকে আসছিল একটি টাটা এসি গাড়ি। ধনতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় কনক রায়ের। টাটা এসি গাড়িটিতে চায়ের পাতা রাখা ছিল। ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যক্তিকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে ফাটাপুকুরে রেজিস্ট্রি অফিসের সামনে সকাল দশটা নাগাদ একটি লক বোঝাই ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বাইক চালক আহত হয়েছেন। তাকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম প্রভাস রায়। তার বাড়ি ফাটাপুকুর ঝাঞ্জুপাড়া এলাকায়। চোট গুরুতর না হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
এর আগের দিন অর্থাৎ শনিবার সকালে ফাটাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজগঞ্জ সন্যাসীকাটা অঞ্চলের পাগলার হাট বক্সিপাড়ার বাসিন্দা মধু মালাকারের। সেদিন বিকেলেই হাতি মোড়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি।