করোনার টিকা নিয়ে থাকলে মাস্ক পরার দরকার নেই; আমেরিকায় নয়া গাইডলাইন

আমেরিকায় নয়া গাইডলাইন! কোভিড ভ্যাকসিন নেওয়া থাকলে মাক্স পড়ার আর দরকার নেই, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-এর কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আমেরিকার জন্য ভালো দিন। কোভিড-19-এর সঙ্গে এতদিন ধরে দীর্ঘ যুদ্ধের পর সকলের জন্য আর মাক্স পরা বাধ্যতামূলক নয়।

সিডিসি জানিয়েছে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিরা মাস্ক নাও পরতে পারেন। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ। তবে গোটা দেশজুড়ে ব্যাপক টিকাকরণের ফলে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এতদিন পর্যন্ত বাইরে বেরোলেই মাক্স পড়া ছিল বাধ্যতামূলক এবার সেই নিয়ম পাল্টে গেল টিকা নেওয়া ব্যক্তিদের জন্য। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।