দুরন্ত বার্সা, প্রত্যাবর্তনের ম্যাচে মেসি ম্যাজিক

 

বার্সেলোনা-৪ (ভিদাল,ব্রেথওয়েট,আলবা,মেসি)
মালোর্কা-০

স্পোর্টস ডেস্ক: আগের দিনই কোপা ইতালিয়া  সেমিফাইনালে এসি মিলানের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন রোনাল্ডো। শনিবার রাতে তাই গোটা বিশ্বের নজর ছিল লিওনেল মেসির দিকে। দীর্ঘদিন পর মাঠে নেমে নিজের সেরাটা কি দিতে পারবেন লিও? সেদিকেই আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন সমর্থকরা।

এদিন একটি গোল করলেন একটি করালেন। কিন্তু যেভাবে গোটা ম্যাচকে নিয়ন্ত্রণ করলেন লিও, তা আবারও বুঝিয়ে দিল কেন তিনি অন্যতম সেরা। মেসির এই পারফরম্যান্সের জোরে মালোর্কাকে ৪-০ গোলে ক্ষতবিক্ষত করল বার্সেলোনা।