মালদা: করোনা নিয়ে মানুষকে সচেতন করতে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীদের নিয়ে শহরে মিছিল করল মালদা জেলা পুলিশ। মিছিলে হাঁটলেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ ব্যবসায়ী মহল এবং পুলিশ অফিসারেরা।
শনিবার বিকেলে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় সচেতনতা মিছিল। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় রথবাড়ি এলাকায়। পুলিশের পক্ষ থেকে মাইকের মাধ্যমে প্রচার চালানো হয়। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলার সতর্কবার্তা হিসেবে পথচারীদের হাতে লিফলেট বিলি করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। বাজারে যাতে সামাজিক দূরত্ব মেনে সবাই কেনাকাটা করে এবং প্রত্যেকে যেন মাস্ক ব্যাবহার করে, এই বিষয়ে প্রচার চালানো হয়।


Super, Great contant keep it up