পাড়ার ভিড়ে দুই তারকা! স্কুটিতে ‘বন্ধু’ শিরানকে নিয়ে জিয়াগঞ্জ বেড়াল অরিজিৎ

দু’জনই মাটির মানুষ, তা নাহলে এত সহজভাবে কোনও তারকা জনতার মধ্যে ঘুরে বেড়াতে পারে? চোখের সামনে দুই আন্তর্জাতিক স্তরের তারকাকে দেখে এমনই মন্তব্য করছেন স্থানীয়রা। জিয়াগঞ্জে স্কুটি চালিয়ে নিজের পাড়ায় বন্ধু এড শিরানকে নিয়ে ঘুরে বেড়ালেন অরিজিৎ সিং।

এমনিতেও মাটির কাছেই থাকতে ভালোবাসেন অরিজিৎ। দেশ-বিদেশে কনসার্ট করতে গেলেও গায়ক ঠিক ফিরে আসেন তাঁর শিকড় জিয়াগঞ্জে। আর সেই জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ-এর সঙ্গে দেখা করতে এসেছিল ব্রিটিশ তারকা এড শিরান। অরিজিৎ-এর স্কুটিতে চরে বেড়ালেন জিয়াগঞ্জ।

গায়কের স্কুটি করে ঘোরা থেকে বাড়িতে সেলফি তোলার জন্য লম্বা লাইন, সবই শোনেন পপ তারকা। যার ঝুলিতে প্রচুর পুরস্কার, বলিউডের একটার পর একটা হিট গান সেই অরিজিত যেন একেবারেই পাশের বাড়ির ছেলে। সেই ম্যাজিক দেখতেই অনুরাগীর বেশে অরিজিতের সঙ্গে সাক্ষাৎ শিরানের।

প্রসঙ্গত, বেঙ্গালুরু থেকে সোমবারই জিয়াগঞ্জে চলে আসেন এড শিরান। অরিজিৎ-এর সঙ্গে নৌকা ভ্রমণ করলেন। জিয়াগঞ্জ ঘুরলেন গায়কের স্কুটিতে চেপে। আর এই ঘটনায় প্রমাণিত লাখো লাখো মানুষের মতো ব্রিটিশ পপস্টারও অরিজিতের ভক্ত। এ দিন জিয়াগঞ্জের গঙ্গায় শিবতলা ফেরিঘাটে নৌকায় চড়েন অরিজিৎ সিং ও শিরান। শিবতলা ঘাট থেকে জিয়াগঞ্জ ঘাট পার করে সাগরদিঘি পর্যন্ত যান তিনি।

অরিজিতের একটি ফ্যান ক্লাব থেকে শিরান ও গায়কের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে দুই গায়কের অটুট বন্ধুত্ব।বেঙ্গালুরুর কনসার্ট মিটিয়েই এড শিরান চলে আসেন অরিজিতের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে। সেখানে তাঁদের গায়কের বাড়ির সামনে কথা বলতে দেখা যায়। এড শিরান ও অরিজিৎ-এর এই বন্ধুত্ব যে বহুদিনের তা বলার অপেক্ষা রাখে না। শিরানও অরিজিৎ-এর জবরা ফ্যান তা দেখেই বোঝা যাচ্ছে।

About The Author