‘দলে গুরুত্বহীন হয়ে পড়ছিলাম’, অতঃপর BJP ছেড়ে তৃণমূলে যোগ

রাজগঞ্জ: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজগঞ্জ বিধানসভার বিজেপির দক্ষিন মণ্ডল শক্তিস্থল প্রমুখ মলয় সাহা। তিনি গত পাঁচ বছর ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে বিধায়ক খগেশ্বর রায় এবং তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। গত পাঁচ বছর ধরে প্রথমে যুব মোর্চার কনভেনার এবং পরবর্তীতে দক্ষিণ মন্ডল বিজেপির শক্তিস্থল প্রমুখ হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি।

বিজেপি ছেড়ে কেন তৃণমূলে এলেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, দলে থেকে উপযুক্ত সম্মান পাচ্ছিলেন না। তাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এছাড়া সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি। সংগঠনের নেতাদের বিরুদ্ধে তার একরাশ অভিমান রয়েছে। মলয় সাহা রাজগঞ্জ তেলি পাড়ার বাসিন্দা। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের উপর বিশ্বাস রেখেই তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন তিনি। তাঁর বিশ্বাস, এই নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল ফের ক্ষমতায় আসতে চলেছে।

অন্যদিকে বিজেপির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তার পছন্দ নয়। সুপেন রায়ের নাম ঘোষণা হতেই জয়ের ব্যাপারে দিশাহীন বিজেপি, এইসব আশঙ্কা থেকেই এবং দলে থেকে গুরুত্বহীন অনুভব করায় তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন। শুক্রবার রাজগঞ্জের মাহানপাড়ায় এলাকার তৃণমূল প্রার্থী এবং তৃণমূল নেতা যথাক্রমে খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিলেন।

About The Author