কলকাতা: বঙ্গ সফর বাতিল অমিত শাহের। শুক্রবার রাতে অমিত শাহের রাজ্যে আসার কথা থাকলেও সেই সফর আপাতত বাতিল। সূত্রের খবর, ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সিদ্ধান্ত। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত রয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।’ তবে পাশাপাশি দিলীপ জানাচ্ছেন, রবিবার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে। অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাঁদের জানা নেই। প্রসঙ্গত, ওই সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী-সহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। এই পরিস্থিতি কি তাঁরা যোগদান করবেন? দিলীপ বলেন, ‘সভা হওয়ার কথা আছে। যাঁরা যোগদান করতে চান, তাঁরা আসতেই পারেন।’ তবে শনিবার ঠাকুরনগরের মতুয়াদের সভা ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে।