রাজগঞ্জে পরপর দু’দিন দু’টি মন্দিরে চুরির অভিযোগ উঠল। রাজগঞ্জের তোতাইগছ এলাকায় সিদ্ধেশ্বর মন্দির এবং হনুমান মন্দির সংলগ্ন শিব মন্দির ও হরি মন্দিরের দান বাক্স চুরির অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ১১ এপ্রিল এবং তারপর ১৪ এপ্রিল ওই দুই মন্দিরে চুরির ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষের তরফে পরিমল রায় জানিয়েছেন, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটে সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি শিব মন্দিরের দান বাক্স চুরি করে। এরপর ১৪ এপ্রিল রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে হরি মন্দিরে ঢুকে সেখানেও দান বাক্স চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার প্রায় ছ’দিন পর রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এই খবরে স্থানীয় তোতাইগছ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার এই ঘটনা নিয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন স্থানীয় বাসিন্দা এই চুরির ঘটনার পেছনে সরাসরি যুক্ত। যদিও অভিযুক্তের নাম নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।