বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অধরা মূল অভিযুক্ত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। রাজগঞ্জের বিন্নাগুরি অঞ্চলের হরিচরণভিটা এলাকার ঘটনা।

পরিবারের অভিযোগ ১৬ বছরের ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে মূল অভিযুক্ত শংকর মন্ডল। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের কথা জানায় নাবালিকা। বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করে অভিযুক্ত। এরপর এলাকার এক বন্ধু রাজাকে ডেকে নিয়ে এসে নাবালিকাকে দুজনে মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রাজা হালদারকে। ঘটনায় মূল অভিযুক্ত শংকর মন্ডল এখনও অধরা।

সূত্রের খবর, ঘটনার মূল অভিযুক্ত পলাতক। তাকে ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

About The Author