ভারতীয় হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিলেন অভিনেতা অক্ষয় কুমার

মুম্বই: ভারতীয় হিসেবে এই প্রথমবার ভোট দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ২০২৩ পর্যন্ত তিনি ছিলেন কানাডার নাগরিক। ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। এবারের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভারতীয় হিসেবে প্রথমবার ভোট দিলেন তিনি। সকাল সকালই মুম্বইতে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অক্ষয়। তারপর আম জনতার মতই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তিনি। প্রথমবার ভোট দিয়ে যথেষ্ট খুশি অক্ষয়। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমি চাই ভারত আরও উন্নত এবং শক্তিশালী হোক। সেই কথা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি।’

এদিন সকালে বুথে প্রায় ৫০০-৬০০ লোকের ভিড় ছিল বলেও জানান অভিনেতা। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া নিয়ে তাঁকে প্রশ্ন হয়। তিনি জবাবে মজার ছলেই বলেন, ‘তো কী করতাম, লাইন ভেঙে ঢুকে যেতাম ভেতরে?’কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল অক্ষয়কে। বহু বছরের চেষ্টার পর অবশেষে ভারতের নাগরিকত্ব পেয়েছেন অভিনেতা। অক্ষয়ের মতোই আজ সকালে ফারহান আখতার, রাজকুমার রাও, জাহ্নবী কাপুরদেরও ভোট দিতে দেখা যায়।