রেঞ্জারকে উত্তরবঙ্গের বাইরে বদলির দাবিতে বিক্ষোভ, পোড়ানো হল কুশপুতুল

রাজগঞ্জ: বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে বদলির দাবিতে বিক্ষোভ। রবিবার জলপাইগুড়ি জেলার রংধামালিতে এএফপি কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। এদিন সঞ্জয় দত্তের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান এএফপি কমিটির সদস্যরা।

এ বিষয়ে স্বপন রায় বলেন, সোনা জয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অন্যায়ভাবে অভিযান করা হয়েছে এবং সঞ্জয় দত্তকে উত্তরবঙ্গের বাইরে বদলির দাবিতে তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি।

প্রসঙ্গত, গত সোমবার সূত্র মারফত খবর পেয়ে এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণের বাড়িতে হানা দেয় বনদপ্তরের কর্মীরা। অভিযোগ ছিল, নিজের বাড়িতে বেআইনি কাঠ মজুদ করে রেখেছেন স্বপ্না। চাওয়া হয় মজুদ কাঠের বৈধ কাগজ। এরপর কাগজ না দেখতে পারায় স্বপ্নাকে ৩০ দিনের নোটিশ ধরান বন আধিকারিক। তবে পাশাপাশি স্বপ্নাকে চরম হেনস্থার অভিযোগ ওঠে রেঞ্জারের বিরুদ্ধে। এই নিয়ে এখনও তোলপাড় সামাজিক মাধ্যম। কারও অভিযোগ, রাজবংশী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার রেঞ্জারের বদলির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।