দেশজুড়ে করোনা আক্রান্ত প্রায় ৮ লক্ষ মানুষ

নয়াদিল্লি: ২৪ ঘন্টায় দেশে ফের করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২৬ হাজার ৫০৬। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৬০৪ জনের। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৬৮৫। এর মধ্যে সুস্থ ৪ লক্ষ ৯৫ হাজার ৫১৩ জন।

দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯ জন। সেখানে সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৩ হাজার ৬৭৩। সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬৭ জনের।

পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৫৮১। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৫ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৬ হাজার ৬৫৫।

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,০৪,৮৬৪। সুস্থ হয়েছে ৭৮,১৯৯। মৃত্যু হয়েছে ৩,২১৩ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩,৪৫২। গুজরাটে করোনা আক্রান্ত ৩৪,৩৩৩। সুস্থ হয়েছেন ২৭,২৮৯ জন। মৃত্যু হয়েছে ১,৯৯৩ জনের। সেখানে সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯,০৫১।

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬,২৯১ জন। মৃত্যু হয়েছে ৮২৭ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭,৭০৫ জন।