Siliguri: স্কুলছাত্রীকে ধর্ষ*ণ-খু*ন মামলায় অভিযুক্তের মৃ*ত্যুদ*ণ্ড ঘোষণা কোর্টের

শিলিগুড়ি: আরজি কর আবহেই শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত আব্বাসের মৃত্যুদণ্ড ঘোষণা করল শিলিগুড়ি আদালত। শনিবার ‘অপরাধী’কে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের (পকসো) বিচারক অনিতা মাথুর। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ। কান্নায় ভেঙে পড়েন নাবালিকার মা। সাজা ঘোষণার পর তিনি বলেন, মেয়ে বিচার পেল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ অগাস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপর পরিচয় গোপন করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। ঘটনায় তোলপাড় পড়ে যায় সর্বত্র। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত।