Rajganj: স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

নিমবনে স্নান করতে গিয়ে তিস্তার সাব ক্যানালে তলিয়ে গেল এক যুবক। রবিবার দিনভর নিখোঁজ থাকার পর সোমবার দুপুরে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল। রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের শিমুলগুড়ি পারমুন্ডা এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মান্তা‌দারি অঞ্চলে পাড়মুন্ডা নিমবনে তিস্তার সাব ক্যানালে রবিবার বিকেলে কয়েকজন যুবক শিলিগুড়ি থেকে সেখানে স্নান করতে আসে। পরে স্নান করতে গিয়ে একজন জলে ভেসে যায়। স্থানীয়দের দাবি, ঘটনার পর কয়েকজন তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়। এবং বলতে থাকে তাদের একজন জলের তলিয়ে গিয়েছে। যদিও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তেমন কিছু বোঝা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ এসে খোঁজ শুরু করে। রবিবার কিছু না পেলেও সোমবার দুপুরে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, মৃতের নাম ঋত্বিক রায়। অম্বিকা নগরের বাসিন্দা। পেশায় টোটোচালক। ঘটনার তদন্ত করে জানা গিয়েছে, রবিবার তাঁর টোটোতেই শিলিগুড়ির কয়েকজন যুবক সেখানে স্নান করতে এসেছিল। পরে ঋত্বিকও তাদের সঙ্গে জলে নামে। কিন্তু তাঁর সঙ্গে অঘটন ঘটতেই বাকিরা পালিয়ে যায়। ঘটনার তদন্ত করছে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।

About The Author