দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, শেষ শ্রদ্ধা পুলিশের

রাজগঞ্জ: ডিউটি যাওয়ার পথে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন রাজগঞ্জের এক সিভিক ভলান্টিয়ার। পরদিন সকালে ওই যুবকের মৃত্যু হল। প্রয়াত সিভিকের নাম জাহের ইসলাম (৩১)। সোমবার সকালে প্রধানপাড়ায় ঘটনাটি ঘটেছিল।

মঙ্গলবার বিকেলে প্রয়াত সিভিকের মরদেহ প্রথমে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সেখানে ‘শেষ স্যালুট’ জানান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার এবং ট্রাফিক পুলিশের ওসি অতুল দাস সহ সব আধিকারিক, সহকর্মীরা। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পশ্চিম সাউদাভিটা গ্রামে যুবকের বাড়িতে। যুবকের দেহ গ্রামে ঢুকতেই কান্না ভেঙে পড়েন স্বজন-প্রতিবেশীরা। সন্ধ্যায় শেষ কাজ সম্পন্ন হয়। অন্যদিকে, এই ঘটনার পর ওই এলাকায় ভারি গাড়ি যাতায়াত নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ।

About The Author