ভোররাতে একটি গৃহস্থ বাড়িতে চুরি, সর্বস্ব লুঠ করে পালাল চোরেরা। দরজা ভেঙ্গে অন্তত চারটি ঘরে চুরি হয়েছে! সোনা-গয়না, নগদ ৩ লক্ষাধিক টাকা সহ ২৫টি আলুর বস্তা খোয়া গিয়েছে বলে দাবি। এদিকে, ঘরে লুটপাট চললেও কিছুই টের পাননি বাড়ির লোকেরা। এমন অঘোরে ঘুমের মধ্যে সর্বস্ব লুট? কারও পরিকল্পনা নয়ত, দুশ্চিন্তায় পরিবার। সোমবার বেলাকোবা বড়বাড়ি এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।
স্থানীয় বাসিন্দা সুদিপ দাসের বাড়ি থেকে সোনা-গয়না, নগদ টাকা, এমনকি আলুর বস্তা অবধি চুরি করে পালিয়েছে দুষ্কৃতি। সুদিপ দাস বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের লোকেরা জানিয়েছেন, তারা আলুর ব্যবসা করেন। বাড়িতে আলুর ব্যাগ বোঝাই করে রাখা রয়েছে। শ্রমিকদের টাকা দিতে হবে, সেই টাকাও চুরি গেছে রাতে। বাড়িতে চারটি ঘরে চুরি হল, অথচ কেউ কিছুই টের পেলেন না। এমন ঘটনায় বাড়ছে সন্দেহ।