হিলি: আচমকা দাউদাউ করে জ্বলে উঠল চোদ্দ হাতের কালী প্রতিমা। রবিবার এই ঘটনাকে ঘিরে শোরগোল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। কেউ ইচ্ছে করে এই কাজ করেছে? নাকি কোনও অলৌকিক কাণ্ড, প্রশ্ন স্থানীয়দের মধ্যে।
চোখের সামনে ঐতিহ্যবাহী ১৪ হাত কালীমাতার মন্দির ও মায়ের মূর্তি পুড়ে ছাই হয়ে গেল। রবিবার ভোরে আচমকাই প্রতিমার চারপাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কালী প্রতিমার ক্ষতি হয়। আগুনে পুড়ে যায় কাঠামো। কালীপ্রতিমায় আগুন লেগে যাওয়ার ঘটনা অশনি সংকেত নয় তো, সেই ভাবনাতেও দুশ্চিন্তায় কাঁটা এলাকাবাসীরা। আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ ও দমকল।