রাজগঞ্জ ব্লক যুব সংসদ প্রতিযোগিতা, অংশ নিল ৮টি স্কুল

রাজগঞ্জের বিভিন্ন হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে যুব সংসদ প্ৰতিযোগিতা আয়োজিত হল বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আটটি বিদ্যালয়কে নিয়ে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা স্পিকার, মন্ত্রী, সাংসদ ইত্যাদি ভূমিকায় যুব সংসদে অংশ নিয়েছিলেন। আয়োজক স্কুল বেলাকোবা হাই স্কুল ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল রাজগঞ্জ এমএন হাইস্কুল, ফাটাপুকুর সারদামনি হাইস্কুল, আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন হাইস্কুল, ফুলবাড়ি হাইস্কুল, কেবলপাড়া হাইস্কুল, মান্তাদাড়ি হাইস্কুল ও সালুগাড়া হাইস্কুল।

এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহদেব দাস জানালেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মূল কারণ ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। ভবিষ্যতে পড়ুয়ারা যাতে সু-নাগরিক হিসেবে গড়ে উঠে সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার এই অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ডিপিএসসি’র চেয়ারম্যান লক্ষমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, শিক্ষা কর্মাদক্ষ রুপালি দে সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

About The Author