‘গরু চোর’ সন্দেহে বাংলাদেশী যুবককে পিটিয়ে খুন! সীমান্ত এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়ি: ‘গরু চোর’ সন্দেহে এক বাংলাদেশী যুবককে পিটিয়ে খুন করল একদল গ্রামের মানুষ। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে এলাকার একটি বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন বাংলাদেশী। তাদের মধ্যেই ছিল ওই ব্যক্তি। জনরোষে প্রাণ গেল অভিযুক্ত বাংলাদেশী যুবকের।  ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ চাউলহাটি এলাকায়। মারধরে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মৃতের নাম, সালাম মহম্মদ; বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে এলাকায় একটি বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন বাংলাদেশী। তাদের মধ্যেই ছিল সালাম মহম্মদ। চুরির পর ঘটনা টের পেয়ে যান স্থানীয়রা। তাঁরা বেরোতেই চম্পট দেয় সকলে। এদিকে, সালাম মহম্মদ গা ঢাকা দেয় চা বাগানে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে স্থানীয়রা ধরে ফেলেন সালামকে। বেধড়ক মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সত্যিই ওই যুবক সীমান্ত পেরিয়ে এসেছিলেন কি না, গরু চুরিই উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এবিষয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, মৃত যুবক বাংলাদেশী। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।’

About The Author