ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দশ নম্বরে উঠে এসেছে ভারত। দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গোটা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারত দশ নম্বরে উঠে এসেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১,৭৬৭। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪,৩৩৭। গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে ছড়িয়েছে ১৯৬টি দেশে। গত দু’মাস ধরে দেশে চলছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী চতুর্থ দফার লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। শিথিলিতা আরোপের পরই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ৩১ মে পর্যন্ত লকডাউনের চতুর্থ দফার পর শুরু হবে পঞ্চম দফার লকডাউন। এই লকডাউনে নানা শিথিলতা ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হয়েছে। বুধবার থেকে রাজ্যে বাস পরিষেবা চালু হয়েছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক উড়ানও চালু হবে বলে কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানিয়েছেন। সরকার সমস্ত যাত্রীকে ‘আরোগ্য সেতু’ অ্যাপটি ডাউনলোড করার নির্দেশ দিয়েছে। রাজ্যগুলিকে বলা হয়েছে থার্মাল স্ক্রিনিং চালু রাখতে।