জলপাইগুড়ি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজগঞ্জের এক ব্যবসায়ীর। আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার সন্ধ্যায় ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড়ে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধার দিকে যাওয়ার পথে রাজারহাট মোড়ের কাছে যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা মারে একটি ওয়াগনার গাড়ি। সেই সময়েই উল্টো দিক থেকে আসা একটি টাটা এসি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ওয়াগনারটির। গাড়িটির চালক ঘটনাস্থলেই মারা যান। টাটা এসি গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিকলেশ আগরওয়াল (২৯)। তাঁর বাড়ি রাজগঞ্জ বাজারে। তাঁর দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। খবরে শোকের ছায়া নেমেছে রাজগঞ্জ এলাকায়।