ব্লকজুড়ে উদযাপিত হল তৃণমূলের শহিদ দিবস

২১ জুলাই গোটা রাজ্যের পাশাপাশি রাজগঞ্জ ব্লকজুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে শহিদ দিবস পালন করা হল। বুধবার রাজগঞ্জের প্রতিটি অঞ্চলেই দিনটি উদযাপন করেন সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। ফাটাপুকুরে পানিকাউরি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফে দলীয় কার্যালয়ে শহিদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে পুষ্পারঘ্য প্রদান করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। রাজগঞ্জ বাজারে সুখানি অঞ্চল জন সংযোগ কার্যালয়ে শহিদ দিবস পালন করলেন সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যেরা। সেখানে প্রদীপ বোসের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুভাষ দাস। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ ওমর ফারুক, সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানারজি, রতন দত্ত প্রমুখ। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে এদিন সকালে শহিদ দিবস পালন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা পরিষদ সভাধিপতি, বিধায়ক সহ ছিলেন অমলেন্দু ভৌমিক, লক্ষ্যমহন রায় এবং স্থানিয় তৃণমূলের পঞ্চায়েত প্রমুখ। রাজগঞ্জের সুখানি অঞ্চলের মাহানপারা বুথে শহিদ দিবস পালন করেন স্থানীয় পঞ্চায়েত, দলীয় সভাপতি। সুখানি অঞ্চল তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক নুর খান জানান, দলের নেত্রীর নির্দেশে এদিন দুপুরে ভার্চুয়াল বৈঠক হবে। করোনা পরিস্থিতিতে সকলে নিয়ম বিধি দিনটি উদযাপন করেছেন। বুধবার সকালে আমবারিতে বিন্নাগুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে উদযাপিত হয় দিনটি। ছিলেন তৃণমূলের যুব নেতা তুষারকান্তি দত্ত, অঞ্চলের প্রধান এবং স্থানীয় পঞ্চায়েত প্রমুখ।

About The Author