অজানা প্রাণীর পায়ের ছাপে ‘চিতা বাঘের আতঙ্ক’ রাজগঞ্জে

রাজগঞ্জের সুখানি অঞ্চলের মাহানপাড়া বুথের সন্যাসীপাড়ায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ এলাকার একটি বাড়ির পেছনে চা বাগানের মধ্যে পায়ের ছাপটি প্রথম দেখা যায়।

স্থানীয়দের দাবি, চিতা বাঘের পায়ের ছাপ হতে পারে। ঘটনা জানাজানি হতে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। বনদপ্তরে খবর দেওয়া হলে রাতের অন্ধকারে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বনদপ্তর। ইতিমধ্যেই রাজগঞ্জ থানা এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

About The Author