১.২ লক্ষ টাকায় এক ডজন আম বিক্রি! পড়াশোনার জন্য মোবাইলও পেল কিশোরী

স্মার্টফোন না থাকায় অনলাইন ক্লাস করতে পারছিল না পঞ্চম শ্রেণির এই ছাত্রী। ফলে বাধ্য হয়ে পথের ধারে আম বিক্রি করতে হচ্ছিল তাকে। এমন খবর প্রকাশ হতেই মুম্বইয়ের এক ব্যবসায়ী পৌঁছে যান জামশেদপুরের ওই কিশারী, তুলশির কাছে। পথের ধারে ফুটপাথে বসে বছর বারোর এক কিশোরীকে এভাবে আম বিক্রি করতে দেখে মন গলে যায় মুম্বইয়ের ওই ব্যবসায়ীর। ওই কিশোরীর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যে এক ডজন আম কিনে ফেলেন তিনি। অর্থাৎ প্রতিটি আম ১০ হাজার টাকায় কিনে নেন তিনি।

প্রথম দেখাতেই তুলশিকে অনলাইন ক্লাসের জন্য ১৩ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনে দিয়েছিলেন ওই ব্যবসায়ী কাকু। তার সঙ্গে ইন্টারনেট রিচার্জও করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি ওই কিশোরীর যাতে পড়াশুনায় ছেদ না-‌পড়ে, তার জন্য সারা বছরের জন্য নেটের ব্যবস্থা করেছেন। হাতে ফোন পেয়ে বেজায় খুশি হয়ে তুলসিও জানিয়েছে, এবার থেকে সে পড়াশুনায় মন দেবে। মেয়েকে নিয়ে গর্বের সীমা নেই তার বাবা-‌মারও।

About The Author