রাজগঞ্জের বন্ধুনগরে রাস্তা পার হতে গিয়ে শুক্রবার আবারও ঘটল পথ দুর্ঘটনা। গুরুতর আহত হলেন এক যুবক। তার নাম হপিকুল রহমান। ভান্ডারিগছ এলাকার বাসিন্দা। তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর বন্ধুনগর মোড়ে এদিন এক বাইক আরোহী রাস্তা পার হওয়ার সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। বাইক আরোহী ছিটকে পড়ে রাস্তায়। গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা পিছু নিয়ে সেই গাড়িটিকে আটক করে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।
বন্ধুনগর মোড়ে রাস্তা পারাপারের ক্রসিং না থাকায় নিরুপায় হয়ে ডিভাইডার দিয়ে যাতায়াত করেন স্থানীয়রা। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ককে চার লেনের মহাসড়ক করা হলেও বন্ধুনগরে মোড়ে রাস্তা পারাপারের ক্রসিং না থাকায় বারবার দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ। ওই দুর্ঘটনা ক্রসিং সমস্যার জন্য হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা।