রাজগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজগঞ্জ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে ফাটাপুকুরে করোনা ভাইরাসে সংক্রামিতের এলাকায় গিয়ে স্যানিটাইজেশনের কাজ করা হল। এর পাশাপাশি রাজগঞ্জ সাহাপাড়া, তোতাইগছে করোনা আক্রান্ত বাড়িতে গিয়ে এই কাজ করা হয়েছে।
মঙ্গলবার রাজগঞ্জের সুখানি অঞ্চল অফিসে স্যানিটাইজ করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। তাঁদের তরফে মেহেবুব আলম এবং ইয়াসিন আলি জানিয়েছেন, এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি ফাটাপুকুরে ৪টি করোনা আক্রান্তে বাড়িতে গিয়ে পিপিই কিট পরে স্যানিটাইজেশন করেছেন তাঁরা। এই কাজের জন্য পিপিই কিট দিয়ে তাঁদের সহযোগিতা করেছেন রাজগঞ্জের সমাজ সেবক প্রদিপ বোস এবং তাপস রায়।