ভ্যাক্সিন কেনার জন্য অর্থ সংগ্রহ করতে বাটি হাতে রাস্তায় বসলেন সেচ্ছাসেবকেরা। জলপাইগুড়িতে গ্রীন জলপাইগুড়ি নামে সেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের কাছে ভ্যাক্সিন চেয়েও তা পাননি। এদিকে কোভিড পরিস্থিতিতে অক্সিজেন থেকে অ্যাম্বুলেন্স, দিনরাত এক করে সাধারন মানুষকে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছেন। সরকারের কাছে এরজন্য কোনওরকমের সহযোগিতা না চাইলেও স্বাস্থ্য দপ্তরের কাছে শুধু মাত্র ভ্যাক্সিন চেয়ে আবেদন করে ছিলেন।
কিন্তু তা না পাওয়ায় ভ্যাক্সিন কেনার টাকা যোগার করতে শনিবার বাটি হাতে রাস্তায় বসলেন সেচ্ছাসেবীরা। চল্লিশ জন স্বেচ্ছাসেবীর ভ্যাক্সিন কেনার জন্য প্রয়োজন ৩৬ হাজার টাকা। সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, সাধারন মানুষের কাছে ভিক্ষে করে সেই টাকায় ভ্যাক্সিন কিনবেন।স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে এটাই তাদের প্রতিবাদ।