ইয়াস পরিস্থিতি বুঝতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি

রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আগামিকাল রাজ্যে আসছেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় নামবেন মোদি। তার আগে ওড়িশার বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

পিএমও সূত্রে খবর, ঘূর্ণিঝড় বিধ্বস্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, দুই রাজ্যেই যাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লি থেকে প্রথমে যাবেন ভুবনেশ্বর। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে কপ্টারে বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শন করার কথা প্রধানমন্ত্রীর। এ রাজ্যে এসে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ঝড়ে বিধ্বস্ত স্থানগুলিও পরিদর্শনের কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই রাজ্যগুলি থেকে রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্র। ইয়াস মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবার আসছেন প্রধানমন্ত্রী নিজেই।

About The Author