খুনের অভিযোগে গ্রেপ্তার অলিম্পিকে পদকজয়ী সুশীল কুমার

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরে জানা গিয়েছে, খুনের অভিযোগে সুশীল কুমারকে দিল্লির মুন্ডকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সুশীল-সহ বেশ কিছু কুস্তিগীরের মধ্যে মারামারি হয়। সেখানে ২৩ বছরের এক কুস্তিগীর মারা যান। সুশীলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয় থানায়। এরপরই ফেরার হয়ে যান অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর। সুশীলের খোঁজে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ।

রবিবার অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমারকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। সুশীলের সঙ্গে তার এক সহকারী অজয় কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

About The Author