ভারতে একদিনেই করোনা আক্রান্ত ৩.৬ লক্ষ, মৃত ৩২৯৩

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে তিন লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৯৬ হাজার ৫০৫।

দেশে ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯।

দেশে রাজ্যভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ১০ হাজার ৮৫। মৃত্যু হয়েছে ৬৬ হাজার ১৭৯ জনের। সুস্থ হয়েছেন ৩৬ লক্ষ ৬৯ হাজার ৫৪৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৪ হাজার ৩৫৮।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮২ জনের। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৬১৫।

About The Author