নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভোপালে জারি করা হল ১৪৪ ধারা। এর পাশাপাশি ভোপালে যেকোনও সামাজিক অনুষ্ঠান, সভা সমিতিতে মানুষের উপস্থিতি ৫০ শতাংশ করতে হবে। নির্দেশ প্রশাসনের। বদ্ধ জায়গায় অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। রাত ১০.৩০-এর পরে কোনও অনুষ্ঠান করা যাবে না।
ভোপাল প্রশাসনের জানিয়েছে, মহারাষ্ট্র থেকে আসা সকলকে অবশ্যই ৭২ ঘণ্টা আগে করোনার আরটিপিসি-আর টেস্ট করাতে হবে। যাঁরা ৩-৪ দিন ধরে শহরে রয়েছেন, তাঁদেরও আলাদা করে করোনার পরীক্ষা করা হবে। শহরের নির্দিষ্ট অংশে কোনও রাজনৈতিক সভা, মিছিল, মেলা ইত্যাদি করা যাবে না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চালাতে হবে। বন্ধ থাকবে হস্টেল। কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশেে ৭৯৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৩৯১। ওই রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৮৯০-এ। মধ্যপ্রদেশের ৫২ জেলার মধ্যে ১২টি জেলাতে করোনা সংক্রমণ বেড়েছে।