কলকাতা: বাংলায় নির্বাচনের আগেই বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে রাজনীতির ময়দানে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। আসন্ন নির্বাচনে বাংলায় বিজেপির মুখ হয়ে ওঠার সম্ভাবনাও দেখছিলেন অনেকেই। সেই সব জল্পনা-কল্পনা ধূলিস্বাত হয়ে গেল। দাদা নিজেই রাজনীতির ময়দানে ইতিমুহূর্তেই আসছেন না বলে জানিয়েছেন শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ফোন করে জানিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন না। তাকে নিয়ে এরকম জল্পনা কল্পনা ঠিক নয়। ভট্টাচার্য তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন, ‘আজ দুপুরে সৌরভ ফোন করেছিল. জানালো ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক নয়। কলকাতায় এলে ওর সঙ্গে দেখা হবে বললাম।’
যদিও কয়েকদিন ধরেই রাজ্যপাল এবং বিজেপির নেতাদের সাথে তার বৈঠকের খবর শোনা গিয়েছে। দাদার বিজেপিতে যোগ দেওয়ার খবর জোরালো হয়েছে দিন দিন। এমনকি রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে অনেকেই ধরে রেখেছেন মনে মনে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির ময়দানে নামার খবরে মুসড়ে পড়েছিলেন তাঁর অনুরাগীদের একটা বড় অংশ। আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড জনসভায় হাজির থাকার কথা শোনা যাচ্ছিল। তবে সেসব জল্পনা-কল্পনা উড়িয়ে তিনি বর্তমানে রাজনীতির ময়দানে নামছেন না এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে।
আজ দুপুরে সৌরভ ফোন করেছিল । ও জানালো ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক না । রাজনীতি তে ও নেই । কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর…
Posted by Asok Bhattacharya on Thursday, 4 March 2021