দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করল পুলিশ

রাজগঞ্জ: রাস্তার পাশ থেকে অচেতন এবং জখম অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার রাত ন’টা নাগাদ ফুলবাড়ি ক্যানাল রোডের ওপর দিল্লি পাবলিক স্কুলের সামনে ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। সামান্য দূরে বাইক এবং হেলমেট দেখে স্থানীয়রা অনুমান করেন সম্ভবত পথদুর্ঘটনায় ওই ব্যক্তি জখম হয়েছেন। এদিকে শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে রাজগঞ্জের এক বাসিন্দা ব্যক্তিটিকে দেখতে পান। প্রত্যক্ষদর্শী জানান, ওই ব্যক্তি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। তার কিছুটা দূরেই একটি বাইক এবং হেলমেট পড়ে ছিল। হাতে পায়ে সামান্য ক্ষতের দেখা মিললেও লোকটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এনজিপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যক্তিটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ফুলবাড়ির বাসিন্দা। তবে তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

About The Author