- দেবজ্যোতি চক্রবর্তী (২৯/০৯/২০)
আরএনএফ স্পোর্টস ডেস্ক: গত রবিবার এফএসডিএল আইএসএলের একাদশ তম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করার পর থেকেই ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্ট গোষ্ঠীর তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান সহ বাকি দলগুলি গোয়ার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছে। ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্ট গোষ্ঠীর কাছে সময় খুব কম। বাকি রয়েছে কোচ নির্বাচন ও বিদেশি নির্বাচন। নভেম্বরের ২১-২৩ তারিখের মধ্যে গোয়ায় শুরু হওয়ার কথা ছিল এবারের আইএসএলের। যদিও শোনা যাচ্ছে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। কিন্তু এসবের মধ্যে শ্রী সিমেন্ট কর্তাদের মূল লক্ষ্য দল গঠন। তবে বিদেশি ফুটবলার নির্বাচনের ব্যাপারটি পুরোপুরি কোচের ওপর ছাড়তে চায় ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট কর্তারা।
গত কয়েকদিন ধরে হওয়ায় ভাসছে বিভিন্ন কোচের নাম। শোনা গিয়েছে ৫০ জনের বেশি কোচের সিভি জমা পড়েছে ক্লাবে। যদিও এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের নাম নিয়ে চর্চা হচ্চে। একে একে দেখে নেওয়া যাক কয়েকজন কোচের বিষয়ে, যাঁদের ইস্টবেঙ্গলের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে –
১। বার্ট ভ্যান মারউইক (নেদারল্যান্ডস)- ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডকে ফাইনালে তোলে এই ডাচ কোচে। নিজের দেশকে কোচিং করানোর পর এশিয়াতেও কোচিং করিয়েছেন বার্ট। ২০১৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বার্ট। জাতীয় দলের দায়িত্ব ছাড়াও তিনি বরুসিয়া ডর্টমুন্ড, ফায়ানুর্ড, হামবুর্গ এসভির মত ক্লাবের দায়িত্ব সামলেছেন। ক্লাব পর্যায়ে তিনি সাফল্য পেয়েছেন ফায়ানুর্ডের হয়ে। যেখানে তিনি কেএনভিবি কাপ এবং উয়েফা কাপ (বর্তমানে উয়েফা ইউরোপা লিগ) জিতেছিলেন বার্ট।
২। অস্কার রামিরেজ (কোস্টারিকা)- দীর্ঘদিন ধরেই এই কোস্টারিকান কোচের সাথে কথাবার্তা সেরে রেখেছিল ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু ইনভেস্টর ও আইএসএল-এর অনিশ্চয়তার জেরে আলোচনায় বিরতি পরে যায়। ২০১৮ বিশ্বকাপে কোস্টারিকাকে কোচিং করিয়েছিলেন অস্কার রামিরেজ। পাশাপাশি নিজের কোচিং কেরিয়ারের গোটাটাই সেরেছেন নিজের দেশেই। এফসি আলাহুয়েন্সের কোচ হিসেবে পরপর পাঁচবার কোস্টারিকার প্রিমেরা ডিভিশন জিতেছেন। এছাড়াও ডেপোর্টিভো সাপ্রিসার সহকারী কোচ হিসেবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন রামিরেজ।
৩। জোস পেকারম্যান (আর্জেন্টিনা ও কলম্বিয়া)- ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে এবং ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে কলম্বিয়ার কোচ হিসেবে ছিলেন পেকারম্যান। পেকারম্যানের অধীনে খেলেছেন লিওনেল মেসি, হামেস রডরিগেজ, সের্জিও আগুয়েরো, রাডামেল ফালকাওয়ের মত সুপারস্টার ফুটবলাররা। আর্জেন্টিনার অনুর্ধ্ব ২০ দলের কোচ হিসেবে তিনবার অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ ও দুইবার সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
৪। ইউসেবিও সক্রিস্টান (স্পেন)- ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গুয়ার্দিওলার প্রাক্তন সহকারী এই কোচের নাম ভাসছে লাল-হলুদের হাওয়ায়। বার্সেলোনার সহকারী কোচ, বার্সেলোনার যুব দলে কোচিংয়ের অভিজ্ঞতা ছাড়াও সেল্টা, রিয়াল সোসিয়েদাদ, জিরোনার মতো দলেরও হটসিটে ছিলেন। সবমিলিয়ে স্পেনের বাইরে কোচিংয়ের বিশেষ অভিজ্ঞতা না থাকলেও তরুণ ফুটবলারদের নিয়ে কাজের সুনাম রয়েছে এই স্প্যানিশ কোচের।কোচ ছাড়া ফুটবলার হিসেবে জোহান ক্রুয়েফের কোচিংয়ে বার্সেলোনায় দীর্ঘদিন খেলেছেন সক্রিস্টান। তাই ২০০৩-০৮ রাইকার্ডের কোচিংয়ে বার্সেলোনার সহকারী কোচের দায়িত্ব সামলানো কিংবা পরবর্তীতে পেপের সহকারী হিসেবে বার্সেলোনা-‘বি’ দলে দায়িত্ব সামলানো সক্রিস্টান আশ্বস্ত করতেই পারেন লাল-হলুদ জনতাকে।
৫। রবি ফাওলার (ইংল্যান্ড)- দেশের জার্সিতে ফাওলার খেলেছেন ২৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি। লিভারপুলের জার্সিতে মোট ১৮৩টি গোল করেছেন তিনি। সমর্থকরা তাঁর নাম দিয়েছিল ‘ঈশ্বর’। তিনি সর্বশেষ এ-লিগের দল ব্রিসবেন রোর এফসির ম্যানেজার ছিলেন, তাঁর অস্ট্রেলিয়ায় একটি সফল মরসুম ছিল। ফাওলারের কোচিং কেরিয়ার শুরু হয়েছিল ২০১১-১২ মরসুমে থাইল্যান্ডের শীর্ষ বিভাগের মুয়াংথং ইউনাইটেডের সাথে। ফাওলারকে মরসুমের মাঝামাঝি সময়ে ক্লাবটির খেলোয়াড়-ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছিল এবং তিনি মরশুম শেষে দলকে তৃতীয় স্থানে শেষ করতে সাহায্য করেছিলেন। ফুটবল বিশ্ব রবি ফাওলারকে চেনে আর্সেনালের বিরুদ্ধে ৪ মিনিট ৩৩ সেকেন্ডে হ্যাটট্রিক করার জন্য।
যদিও এই কজন কোচের মধ্যে রবি ফাওলারের কোচ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখার ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। যদিও জানা গিয়েছে কোচের নাম আজ বা কালকের মধ্যেই ঘোষণা করবে ইস্টবেঙ্গল।