নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে বিগত পাঁচ বছরে সরকারের খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা। সরকারি রিপোর্টেই এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৫ থেকে এপর্যন্ত নরেন্দ্র মোদি মোট ৫৮টি দেশে গিয়েছেন। সেই বাবদ খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা। মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের বিশদ লিখিত ভাবে জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। তিনি জানান, মোদির বিদেশ সফরে এঅবধি খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা। বিবরণে জানা গিয়েছে, বিগতে ৫ বছরে আমেরিকা, রাশিয়া ও চিনে ৫ বার করে সফর করেছেন মোদি। এ ছাড়া সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহিতেও গিয়েছেন একাধিকবার। এর মধ্যে কোনও কোনও সফরে একসঙ্গে একাধিক দেশে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবার কয়েকটি সফর ছিল দ্বিপাক্ষিক। ২০১৯ সালের ১৩ ও ১৪ নভেম্বর দু-দিনের সফরে ব্রাজিলে গিয়েছিলেন মোদি। শেষ ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফর করেন তিনি। বিশ্বজুড়ে করোনা সংকটের কারণে তিনি বিগত কয়েক মাসে আর কোনও দেশে সফর করেননি।