করোনায় আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি: করোনা ভাইরাসে আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একথা তিনি নিজেই টুইটারে জানিয়েছেন। অন্য শারীরিক অসুবিধের জন্য হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করিয়েছিলেন। সোমবার সেই রিপোর্টে করোনার সংক্রমণ মিলেছে। তিনি জানান, ‘অন্য শারীরিক সমস্যার জন্য হাসপাতালে গিয়েছিললাম, আজ কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। গত ৭ দিনে আমার সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাদের সকলকে কোয়রান্টিনে যেতে ও পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’

About The Author