রাজগঞ্জ: বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান স্থানীয় বাসিন্দাদের। এদিন স্থানীয় বাসিন্দারা রেঞ্জ অফিসের সামনে রেঞ্জার সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখতে শুরু করেন।
এক বাসিন্দা বলেন, রেঞ্জার সঞ্জয় দত্ত একজন সৎ অফিসার এবং খুব ভালো মানুষ। দরিদ্র, অসহায় মানুষদের বিপদে পাশে সবসময় দাঁড়ান সঞ্জয়বাবু। তিনি আইন অনুযায়ী সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান করেন। কিন্তু তাঁকে অনৈতিকভাবে বদলি করা হয়েছে। এই কারণে গ্রামবাসীরা বিক্ষোভ দেখতে শুরু করেন। সঞ্জয় দত্তের বদলি রদ না করা হলে বৃহত্তর আন্দোলনের কথা জানান গ্রামবাসীরা।