যদিও ইস্টবেঙ্গলের বর্তমান পরিস্থিতি অবশ্য মোটেই ভাল নয়। কোয়েসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন হয়ে গেলেও এখনও স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেয়নি সংস্থাটি। ফলে ফেডারেশনের কাছে এখনও ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করতে পারেনি ইস্টবেঙ্গল। এই টানাপোড়েনের মধ্যেই একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ক্লাব। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ জানিয়েছেন, তিনি কোয়েসের ৭০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহী। সেই সঙ্গে ক্লাবের স্পোর্টিং রাইটসও পেতে চান। মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে নামতে তৈরি। এখন সকলের নজর ইস্টবেঙ্গলের দিকে। সময় কম। কিছুদিনের মধ্যেই পূরণ করতে হবে এএফসির ক্লাব লাইসেন্সিং শর্ত। সব বাধা পেরিয়ে লাল হলুদ কি পারবে আইএসএল খেলতে? নজর সেদিকেই।Come on @eastbengalfc come in to the @IndSuperLeague now already – your the only thing missing from the league now
— Parth Jindal (@ParthJindal11) July 11, 2020
আইএসএলেই খেলবে ইস্টবেঙ্গল, জানালেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার
স্পোর্টস ডেস্ক: মোহনবাগান নিজেদের নাম, জার্সি অক্ষুন্ন রেখেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে নামবে আইএসএলে। তবে ইস্টবেঙ্গলও কোনো অংশে পিছিয়ে নেই। স্পনসর নিয়ে জটিলতা থাকলেও লাল হলুদকে দেখা যাবে আইএসএলে। এমনই আশার কথা শোনালেন স্বয়ং ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
সংবাদসংস্থা পিটিআইকে দেবব্রত বাবু জানান, “আমরাও আইএসএলে খেলব। এটুকুই বলে রাখি।”
এটিকে-মোহনবাগানের প্রথম কার্যকরী কমিটির বৈঠকেই ঠিক হয়, ক্লাবের লোগো, জার্সির রং সব একই রাখা হবে। ইতিহ্যের কথা মাথায় রেখে কোনো পরিবর্তন হবে না। এই সিদ্ধান্তে খুশি লাখো লাখো সবুজ মেরুন জনতা। তবে এবার ইস্টবেঙ্গল সমর্থকদের ভরসা দিচ্ছেন দেবব্রত সরকার।
ইতিমধ্যে লাল হলুদ জনতার উৎসাহ বাড়িয়ে বেঙ্গালুরু এফসি-র কর্ণধার পার্থ জিন্দাল আবার টুইট করে জানিয়েছেন, ইস্টবেঙ্গলকে দ্রুত আইএসএলে নিয়ে আসা হোক। জিন্দালের টুইটের বয়ান, “কাম অন ইস্টবেঙ্গলএফসি। দ্রুত আইএসএলে তোমরা যোগ দাও। শুধু তোমরাই আইএসএলে বাকি রয়েছ।”