নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক সংক্রমণ। একদিনে রেকর্ড সংখ্যক ২৮, ৬৩৭ জন করোনা সংক্রমিত। রবিবার এই তথ্য দিল স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, এই সংক্রমণের ফলে দেশে মোট সংক্রমিত ৮,৪৯,৫৫৩ জন। পাশাপাশি একদিনে ৫৫১ জনের মৃত্যুর খবর মিলেছে। রবিবার সকাল পর্যন্ত দেশে মোট মৃত ২২,৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে মোট ৫,৩৪, ৬২১ জন সুস্থ হয়েছেন। মোট সংক্রমণের ৭৮% এসেছে সাতটি রাজ্য থেকে। একদিনে এত সংখ্যক সংক্রমণের সিংহভাগ মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, কর্নাটকের।