কোয়ারান্টিন সেন্টার হিসেবে ইডেন গার্ডেন চাইল কলকাতা পুলিশ

কলকাতা: করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে চলেছে কলকাতার আইকনিক ইডেন গার্ডেন স্টেডিয়াম। রাজ্যে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে করে চিন্তিত সরকার ও প্রশাসন। সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি আধিকারিকেরা। পুলিশ আধিকারিকদের কেউ করোনা আক্রান্ত হলে এরপর থেকে কোয়ারান্টিন সেন্টারে পৃথকভাবে রাখার জন্য ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাঁচটি ব্লক চাইল কলকাতা পুলিশ। এ নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি’র কাছে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কলকাতা পুলিশ কমিশনার অফিস। কলকাতা পুলিশ লিখেছে, ইডেন গার্ডেনের পাঁচটি আলাদা ব্লকে অতিসত্বর কোয়ারান্টিন সেন্টার বানানোর জন্য অনুমতি দেওয়া হোক। ইডেন গার্ডেনের গ্যালারির ই, এফ, জি, এইচ এবং জে ব্লকে রান্নাঘর সহ অস্থায়ীভাবে এবং বিনামূল্যে করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আধিকারিকদের রাখার জন্য চাওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিয়য়, ৮০,০০০-এরও বেশি ধারণক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেন স্টেডডিয়ামম বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এটি সম্প্রতি আহমেদাবাদের সদ্য উদ্বোধিত সরদার প্যাটেল স্টেডিয়ামটির পরেই রয়েছে। এর আগে বেশ কয়েক বছর ধরে দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ছিল এটি। ইডেন গার্ডেনও যথাক্রমে সরদার প্যাটেল স্টেডিয়াম এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এদিকে, কলকাতা পুলিশে এখনও পর্যন্ত করোনার প্রায় ৫৫০টি ইতিবাচক রিপোর্ট রয়েছে। যদিও, এর মধ্যে ইতিমধ্যে ৪০০-এরও বেশি আধিকারিক সুস্থ হয়ে উঠেছেন।

About The Author