২ আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগের উত্তরবঙ্গ স্পেশাল টাস্কফোর্স

শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মংপং থেকে দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগের উত্তরবঙ্গ স্পেশাল টাস্কফোর্স। একটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। অভিযুক্তরা দু’জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। তারা হলেন শোভা তামাং (৬২) এবং সোম শেরিং তামাং (৩৬)। টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে মংপং থেকে ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চক্র হাতির দাঁত বাইরে পাচার করার জন্য মংপংয়ে ডেরা গেড়েছে। সেই খবর আগেই পেয়েছিল টাস্কফোর্স। সেই খবরের ভিত্তিতে বনাধিকারিকদের নির্দেশে বৃহস্পতিবার অভিযানে নেমে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে। এছাড়াও একটি ছোট যাত্রীবাহী গাড়ি এবং বেশকিছু বিদেশি মুদ্রা সহ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডও মিলেছে। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, তারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও প্রাণীর দেহাংশ পাচার করেছে এই চক্রটি। হাতির দাঁতটি দার্জিলিং থেকে নিয়ে আসা হয়েছে এবং নেপালে পাচার করার কথা ছিল তাদের। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

 

About The Author