‘হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন’, জোর গলায় চ্যালেঞ্জ ছুঁড়লেন ওয়েইসি

হায়দ্রাবাদ: ‘হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন’, জোর গলায় চ্যালেঞ্জ ছুঁড়লেন ওয়েইসি! AIMIM প্রধানের মন্তব্যে হইচই!

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ফের বিতর্কিত মন্তব্য করলেন। এক জনসভায় তিনি বলেন, “একদিন হিজাব পরা মহিলাই এই দেশের প্রধানমন্ত্রী হবেন।” তাঁর দাবি, মুসলিম মহিলাদের ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে কেউ আটকাতে পারবে না।

ওয়েইসি আরও বলেন, “যাঁরা হিজাবকে বাধা মনে করেন, তাঁরা ভুল করছেন। হিজাব কোনও প্রতিবন্ধকতা নয়, বরং পরিচয়ের প্রতীক। ভারতীয় গণতন্ত্রে হিজাব পরা মহিলারাও নেতৃত্ব দিতে পারেন।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিরোধী দলগুলির একাংশের মতে, ওয়েইসির বক্তব্য আসলে ধর্মীয় বিভাজনকে উসকে দেয়। অন্যদিকে AIMIM সমর্থকদের দাবি, এটি মুসলিম মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা।

সোশ্যাল মিডিয়ায় ওয়েইসির মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ এটিকে সাহসী বক্তব্য বলে প্রশংসা করেছেন, আবার অনেকে বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা হিজাব নয়, কাজ ও নেতৃত্বের দক্ষতা।

About The Author