অভিষেকের সভায় BJP থেকে তৃণমূলে যোগ দুই নেতার, বাঁকুড়ায় ‘১২-০’-র ডাক

কলকাতা: অভিষেকের সভায় দলবদল দুই বিজেপি নেতার। শালতোড়ায় সভা থেকে বাঁকুড়াকে ১২-০ করার ডাক।

বাঁকুড়ার শালতোড়ায় তৃণমূল কংগ্রেসের সভায় দলবদলের চিত্র স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা মঞ্চ থেকেই দুই বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক নিজে।

সভায় অভিষেক বলেন, “বাঁকুড়ায় বিজেপিকে ১২-০ করতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব।” তাঁর দাবি, বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করছে, উন্নয়ন নিয়ে কোনও পরিকল্পনা নেই। তৃণমূলই মানুষের পাশে থেকে কাজ করছে।

সভায় বিপুল জনসমাগম হয়। অভিষেকের বক্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তিনি আরও বলেন, “বিজেপি নেতারা নিজেরাই বুঝে গেছেন, মানুষের আস্থা তৃণমূলের উপরেই। তাই তাঁরা দলে যোগ দিচ্ছেন।”

অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, তৃণমূল ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে। তাঁদের বক্তব্য, ভোটের আগে এ ধরনের যোগদান আসলে রাজনৈতিক নাটক। অভিষেকের সভায় দলবদল এবং বাঁকুড়াকে ‘১২-০’ করার ডাক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

About The Author