‘ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়’, বাংলাদেশের আর্জি নাকচ করল ICC

ভারত থেকে ম্যাচ সরানোর দাবি ফের নাকচ করে দিল আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি দাবি করেছিল, ভারতে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা সমস্যা রয়েছে। তাঁদের বক্তব্যে ইঙ্গিত ছিল, ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া উচিত। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি সরাসরি খারিজ করেছে।

আইসিসি-র এক কর্তা স্পষ্ট জানিয়েছেন, “ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। বিসিবি’র দাবি সম্পূর্ণ অবাস্তব।” তিনি আরও বলেন, ভারত বহু আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই সর্বোচ্চ মানের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও জানিয়েছে, তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। ফলে আসন্ন ম্যাচ নির্ধারিত সময়েই ভারতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মুস্তাফিজুর বিতর্কের পরই ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত জানিয়েছি বাংলাদেশ। এমনকি দেশটিতে আইপিএল-এর সম্প্রচারও ব্যান করে দেওার কথা বলা হয়। তারপর থেকেই দুই দেশের কার্যত টানাপোড়ন চলছেই।

About The Author