কলকাতা: আইপ্যাক-কাণ্ডে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মুখ্যমন্ত্রী, অভিযোগ জমা দুই থানায়।
আইপ্যাক দফতরে ইডি-র তল্লাশি অভিযানের পর এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, অভিযানের সময় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ এনে তিনি দুটি পৃথক থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে অভিযানের সময় ইডি আধিকারিকরা নথি ও ইলেকট্রনিক ডিভাইস জোর করে নিয়ে গিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাঁর কাজে বাধা দিয়েছেন। তাঁর দাবি, এই পদক্ষেপ তদন্তের নামে গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, তদন্তের স্বার্থেই অভিযান চলছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সাংবিধানিক শালীনতার পরিপন্থী।
আজ দুপুরে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। ইডি ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে যে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে—আইন ও রাজনীতি, দুই মঞ্চেই আইপ্যাক-কাণ্ড এখন কেন্দ্রবিন্দুতে।

