মোদীর হাতে উঠল জার্সি! বিশ্বজয়ী নারীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: নিজের বাসভবনে নারী বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনটি পরপর হার ও সামাজিক ট্রোলিংয়ের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে বিশ্বজয়ী হওয়া এই দলের সাহসিকতা ও মনোবলের প্রশংসা করেন তিনি।

দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান, ২০১৭ সালে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ট্রফি ছাড়া, এবার ট্রফি হাতে দেখা করতে পেরে গর্বিত। তিনি বলেন, “এবার যেন আরও বেশি করে দেখা করতে ইচ্ছে করছে।”

সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, “প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রাণিত করেছেন। আজ মেয়েরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, তার পেছনে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে।” অলরাউন্ডার দীপ্তি শর্মা জানান, তিনি বহুদিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন।

প্রধানমন্ত্রী মোদি দলের সদস্যদের সঙ্গে খোলামেলা কথোপকথনে অংশ নেন। তিনি হরমনপ্রীতের প্রশ্নের উত্তরে বলেন, “বর্তমানে থাকার অভ্যাস আমার জীবনের অংশ হয়ে গেছে।” তিনি ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হরলিনের বিখ্যাত ক্যাচের কথাও স্মরণ করেন, যা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।

About The Author