বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা উত্তেজনা ছড়াল INTTUC অফিস ঘিরেও।
নবদ্বীপে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে স্বরূপগঞ্জে ক্যাম্প অফিস উদ্বোধনের পর ফেরার পথে। জানা গেছে, কনভয়ের কয়েকটি গাড়ি রাস্তা ভুল করে নবদ্বীপ বাস স্ট্যান্ডে পৌঁছলে তৃণমূল কর্মীরা চড়াও হন।
বিজেপি সূত্রে দাবি, তৃণমূলের মদ্যপ কর্মী ও গুণ্ডারা ইঁট ও লাঠি দিয়ে হামলা চালায়। এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরা INTTUC অফিসে ঢুকে হামলার চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এলাকা ত্যাগ করেন।
অন্যদিকে, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগে থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। সুকান্ত মজুমদার দাবি করেন, ৭২ ঘণ্টার মধ্যে থানার IC-কে সরাতে হবে।

