Beaver Moon: আজ বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদের সাক্ষী বিশ্ব! আকাশে ‘বিভার মুন’

চাঁদ আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে—মাত্র ৩,৫৬,৯৮০ কিলোমিটার দূরে। সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ২৭,০০০ কিলোমিটার বেশি কাছে, ফলে চাঁদের আকার ও উজ্জ্বলতা খালি চোখেই বেশি মনে হচ্ছে। 

কলকাতা: বুধবার সূর্যাস্তের পর আকাশে দেখা গেল চলতি বছরের সবচেয়ে উজ্জ্বল ও বৃহৎ পূর্ণিমার চাঁদ— ‘বিভার মুন’। বিজ্ঞানীরা একে ‘সুপারমুন’ বলেই চিহ্নিত করেছেন।

আজ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছে—মাত্র ৩,৫৬,৯৮০ কিলোমিটার দূরে। অন্যান্য পূর্ণিমার তুলনায় প্রায় ২৭,০০০ কিলোমিটার বেশি কাছে থাকায় চাঁদের আকার ও উজ্জ্বলতা খালি চোখেই বেশি মনে হচ্ছে।

নভেম্বর মাসে উত্তর আমেরিকার বিভার নামক প্রাণীরা শীতের প্রস্তুতি শুরু করে। লোককথা অনুযায়ী, এই পূর্ণিমার আলোয় তারা খাবার সংগ্রহ ও বাসা গুছিয়ে নেয়। সেই ঐতিহ্য থেকেই এই চাঁদের নাম ‘বিভার মুন’।

বিশ্বের যেকোনো জায়গা থেকেই এই চাঁদ দেখা সম্ভব। তবে শহরের কৃত্রিম আলো দূরে রেখে পার্ক, মাঠ বা জলাশয়ের ধারে দাঁড়ালে স্পষ্ট দেখা যাবে। আবহাওয়া অনুকূল থাকলে টেলিস্কোপ ছাড়াও খালি চোখে উপভোগ করা সম্ভব।

অক্টোবরের ‘হার্ভেস্ট মুন’ ও ডিসেম্বরে আসন্ন ‘কোল্ড মুন’-এর তুলনায় এই ‘বিভার মুন’ আকারে ও উজ্জ্বলতায় অনেকটাই এগিয়ে। আজকের রাত তাই চাঁদপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

About The Author