কলকাতা: SIR (Special Investigation Report) কার্যক্রম শুরু হতেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার, অর্থাৎ SIR শুরুর দিনেই কলকাতার রাস্তায় পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত আয়োজিত এই প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ।
মিছিলে দেখা যায় সিনেমা ও সিরিয়ালের বহু কলাকুশলীকে। মুখ্যমন্ত্রী নিজে সংবিধান হাতে মিছিলে হাঁটেন, যা ছিল এক প্রতীকী বার্তা। তৃণমূলের দাবি, SIR-এর মাধ্যমে রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে।
অন্যদিকে, একই দিনে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে SIR নিয়ে তৃণমূলের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে পাল্টা মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে রাজ্যের দুই প্রান্তে শাসক ও বিরোধী—দু’পক্ষই পথে নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করল। SIR নিয়ে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে, মঙ্গলবারের এই পাল্টা মিছিলই তার প্রমাণ।

