গাজিয়াবাদ: আসামীর জন্মদিনে যোগ দিয়ে বার গার্লের সঙ্গে বিয়ার হাতে নাচলেন চার পুলিশ কর্মী! সাসপেন্ড হলেন সাহিবাবাদ থানার ইনচার্জ-সহ চারজন। গাজিয়াবাদে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিও ভাইরাল হওয়ার পরই গাজিয়াবাদ পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে।
নাচ, বিয়ার আর বিতর্ক—উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের ভাবমূর্তি তলানিতে।
সোমবার রাতে একটি ২২ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় সাহিবাবাদ বর্ডার আউটপোস্টের ইনচার্জ আশিস যাদবসহ চার পুলিশ কর্মী এক কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিনের পার্টিতে বিয়ার হাতে নাচছেন এক বার গার্লের সঙ্গে। পার্টির আয়োজক ছিলেন এরশাদ মালিক, যাঁর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ট্রান্স হিন্দন অঞ্চলের ডেপুটি কমিশনার নিমিষ প্যাটেল চারজনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেন। গাজিয়াবাদ পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমত বলছে, আইনরক্ষক যখন আইনভঙ্গকারীর অতিথি হন, তখন সমাজের আস্থা কোথায় দাঁড়ায়? ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন।